اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ (*) خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ (*) اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ (*) الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ (*)عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ

Monday, 25 May 2015

হাতিয়র কামিল মাদ্রাসা

তৎকালিন সময়ে জমিদার শ্রীমতি কৃষ্ণকামিনী চৌধুরানী (জামাল গঞ্জ) ষ্ট্রেটের নাম ঘুঘু ডাঙ্গা এ্যাসেষ্ট এর খাজনা আদায়ের জন্য হাতিতে চড়ে আসা যাওয়া করতেন। তখন থেকে এই গ্রামের নাম করন করা হয় ‘হাতিয়র‘। মাদ্রাসাটি নামকরন করা হয়েছে হাতিয়র গ্রামের নাম অনুসারে । ধর্মীয় শিক্ষা বিস্তারে শিক্ষা অনুরাগী মরহুম হাজী কুদরতুলস্নাহ মন্ডল, মরহুম আব্দুল আলী মন্ডল ,মরহুম কাজী মোহাম্মদ আলী সহ অত্র এলাকার ধর্ম প্রান মুসলমান দের সাহায্য ও সহযোগিতার মধ্যে দিয়ে তৎকালিন ৩নং কালাই ইউনিয়ন পরিষদ (বর্তমান আহম্মেদাবাদ ইউনিয়ন ) এর অধীনে হাতিয়র নামক গ্রামে ১৯২৮ইং সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৪৩ ইং সালে নিউস্কীম মাদ্রাসা হিসাবে এবং ১৯৫০ইং সালে দাখিল হিসাবে প্রতিষ্টা লাভ করে। এছাড়া ০১/০৭/১৯৭৮ইং তারিখ হতে আলিম, ০১/০৭/১৯৯৭ইং হতে ফাজিল এবং ২৭/০২/২০১২ইং হতে কামিল হাদিস বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদন লাভ করে। প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৮০ইং তারিখ হতে থেকে এম.পি. ভুক্ত হয় । বর্তমানে প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে।

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons