অর্জন
১৯২৮ সাল হতে প্রতিষ্ঠানটি ইবতেদায়ী হিসেবে শুরম্ন হয়ে ১৯৫০ইং সালে দাখিল, ০১/০৭/১৯৭৮ইং তারিখে আলিম , ০১/০১/১০৯১ইং তারিখে দাখিল(বিজ্ঞান), ০১/০১/১৯৯৪ইং তারিখে দাখিল (মুজাবিবদ),০১/০১/২০০২ইং দাখিল (কম্পিউটার), ০১/০৭/২০০২ইং তারিখে আলিম (বিজ্ঞান), ০১/০৭/১৯৯৭ ইং তারিখেূ ফাজিল , ০১/০২/২০১২ ইং তারিখে কামিল (হাদিস) গ্রম্নপ অনুমোদন লাখ লাভ করে। পাবলিক পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে উপজেলা , জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্টত্য অর্জন করেছে। সূচনালগ্নে অবকাঠামো মানসম্পন্ন না হলেও বর্তমানে তা মানসম্মত পর্যায়ে পৌচ্ছেছে এবং একটি সুসজ্জিত লাইব্রেরী ও বিজ্ঞানগার রয়েছে।